ফ্রিল্যান্সারদের অগ্রগতির জন্য আমরা নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছি। আপনি নিন্মোক্ত শর্ত সাপেক্ষে লেনদেন করতে পারবেনঃ

  • অবৈধ অর্থ-পাচার বা মানি-লন্ডারিং কার্যক্রম থেকে বিরত থাকবেন।
  • আমাদের সেবা গ্রহণ করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধজনিত কাজ করবেন না।
  • আমারা শুধুমাত্র ডিজিটাল সেবা প্রদান করে থাকি। iChanger24 কোনো আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, বা লাইসেন্সকৃত কারেন্সি এক্সচেঞ্জার নয়।
  • যেকোনো প্রকার আর্থিক অপরাধ এবং সাইবার ক্রাইম দমনে আমরা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবো।
  • লেনদেন শুরু করার জন্য আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে "Sign Up"/"Log In" করতে হবে।
ValyPAY

বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আমাদের যাবতীয় কার্যক্রম শুধুমাত্র https://iChanger24.com ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হয়। অন্য যেকোনো মাধ্যমে লেনদেনের ফলে প্রতারিত হলে iChanger24 কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। সুতরাং ওয়েবসাইট ব্যতিত অন্য যেকোনো মাধ্যমে লেনদেন হতে বিরত থাকবেন।